লেখাপড়া সব সময়

ডিগ্রি ১ ম বর্ষ উদ্ভিদ বিজ্ঞান ১ম পত্র পরিক্ষা ২০২২। ১০০% কমন সাজেশন। 

০(খ)- বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

১। বাদামী শৈবালের পাচটি গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য লিখ?


২। ভিরয়েড ও প্রিয়নের সাধানর বৈশিষ্ট্যসমূহ লিখ?


৩। ভাইরাসের রাসায়নিক গঠন বর্ণনা কর?


৪। ভাইরাস কি? ভাইরাসের জীব ও জড়ের বৈশিষ্ট লিখ?


৫। একটি আদর্শ ব্যাক্টেরিয়ার সাধারন বৈশিষ্ট্য লিখ?


৬। Vaucheria এর অযৌন জনন বর্ণনা কর?


৭। polysiphonea এর মুখ্য বৈশিষ্ট্য সমূহ লিখ।


৮। ছত্রাক কি? ছত্রাকের উপকারিতা ও অপসারিতাা লিখ।


৯। penicillum এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।


১০। অসম্পূর্ণ ছত্রাক। synchytrium এর বৈশিষ্ট্য লিখ।


১১। লাইকেন ও ছত্রাকের মধ্যে পার্থক্য লিখ।


১২। ভাইরাস ও ব্যাক্টেরিয়ার মধ্যে পার্থক্য লিখ।


১৩। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়ার মধ্যে পার্থক্য লিখ।


১৪। ভিরয়েড ও প্রিয়নের মধ্যে পার্থক্য লিখ।


১৫। ডায়টমের অর্থনৈতিক গুরুত্ব লিখ।


০ (গ)- বিভাগ রচনামুলক প্রশ্ন


১। লাইকেন কাকে বলে? লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব লেখ। 


২। একটি হেটারোমেরাম লাইকেনের অন্তগঠন চিত্রসহ বর্ণনা কর।


৩। ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।


৪। কৃষি ও শিল্পক্ষেতে ব্যাক্টেরিয়ার ভুমিকা লেখ।


৫। T²- ফাজ ভাইরাস কি? T²- ফাজের গঠন বর্ণনা কর।


৬। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো।


৭। মাইককোপ্লাজমা কি? মাইকোপ্লাজমার গঠন বর্ণনা করো।


৮। মাইকোপ্লাজমার বৈশিষ্ট্য সমুহ লিখ।


৯। শৈবালের যৌন ও অযৌন বর্ণনা করো।


১০। শৈবালের দৈহিক গঠনের পরিসর বর্ণনা কর।


১১। শৈবালের বাসস্থান বর্ণনা কর।


১২। অনুজীববিজ্ঞানে আলেকজান্ডার ফ্লেমিং, এডোয়ার্ড জেনার, লুই পাস্তর এবং লিউয়েন হুকের অবদান বর্ণনা কর।


১৩। ছত্রাকের আধুনিক শ্রেনী বিন্যাস দেখাও।


১৪। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব ও বৈশিষ্ট্য সমুহ লিখ।


১৫। 






Post a Comment

0 Comments